এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে চেতনাশক স্প্রে ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের সুপারি ব্যবসায়ী নুর মোহাম্মদ তালুকদারের বসতঘরে এ ঘটনা ঘটে।
বিষাক্ত স্প্রেতে অজ্ঞান থাকা গৃহকর্তা নুর মোহাম্মদ(৬৫), তার ছেলে শাহজালাল তালুকদার(৩০) ও ছেলের স্ত্রী তুলি আক্তারকে(২২) গতকাল শুক্রবার বেলা ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুর মোহাম্মদের অবস্থা আশংকাজনক। ঘটনার পর থেকে ১৭ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসি দোলা জানিয়েছেন।
জানা গেছে, ঘটনার রাতে অজ্ঞাত দুবৃত্তরা সুপারি ব্যবসায়ী নুর মোহাম্মদের বসতঘরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে সকলকে অজ্ঞান করে নগদ লক্ষাধিক টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ধরণের কোন খবর কেউ থানা পুলিশকে অবহিত করেনি।
সময় জার্নাল/এলআর