ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স এর ৬৩৫ জন রিক্রুট সেনার প্রশিক্ষণ উত্তর শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এডহক কন্সট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট এবং প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন নতুন সেনাদের উদ্দেশ্যে বলেন, নবীন সেনাদের আট মাসের প্রশিক্ষণ শেষ হলেন সৈনিক জীবনের প্রয়োজনীয় প্রশিক্ষণ অব্যাহত থাকবে। কঠোর প্রশিক্ষণ, শৃংখলা, নিয়মানুবর্তিতা, কর্তব্য পরায়নতা ও দেশপ্রেমে সর্বদা উজ্জীবিত থাকতে হবে। দেশ রক্ষা এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকতে হবে।
মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেনের সাথে প্যারেড পরিদর্শন করেন কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান এবং ট্রেনিং ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদুর রহমান খান।
মেজর মোঃ নাহিদ হোসেন ছয়টি কন্টিনজেন্টের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সেনাদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সেগুফতা আফরিন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রিক্রুট কৃতি সেনাদের ক্রেস্ট প্রদান করেন।
সময় জার্নাল/এলআর