এম.পলাশ শরীফ, জেলা প্রতিবেদকঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৪৫ হাজার শিশুরা পাচ্ছেন করোন ভ্যাকসিন। মঙ্গলবার সকাল ৯টায় এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
উদ্ধোধনী সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, উপজলো শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) দিপক কুমার রায়, স্বাস্থ্য পরিদর্শক হেমায়েত হোসেন, প্রধান শিক্ষক আমির হোসেন শিকদার, মমতাজ খানম প্রমুখ।
এবারে এ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সি ৪৩৬ বিদ্যালয়ের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ ছাড়াও ১১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ৪৫ হাজার ৫৯৫ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে। ৫৬ দিন পরে এসব শিশুদের ২য় ডোস দেওয়া হবে নির্বাহী অফিসার জানান।
এমআই