স্পোর্টস ডেস্কঃ
জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলার অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে হার-জিত তো দূরের কথা, বৃষ্টির কারণে ম্যাচই খেলতে পারেনি টাইগ্রেসরা। টানা বর্ষণের কারণে বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ বাতিল হওয়ায় এশিয়া কাপ শেষ নিগার সুলতানা জ্যোতিদের। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো থাইল্যান্ড।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টস হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর কথা ছিল সকাল ৯টায়। তবে বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হতে থাকে। শেষ পর্যন্ত কোনো বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বাংলাদেশ ও আরব আমিরাত ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়।
৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ দল থাইল্যান্ড।
৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪। অর্থাৎ, আরব আমিরাতকে হারাতে পারলে দুই পয়েন্ট যোগ হতো বাংলাদেশের। তাতে থাইল্যান্ডের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে সেমিফাইনালে পৌঁছাতো টাইগ্রেসরা। তবে ম্যাচ বাতিল হওয়ায় ৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম দল বাংলাদেশ।
থাইল্যান্ডের আগে সেমিফাইনালের টিকিট পায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। তিনে থাকা শ্রীলঙ্কারও সমান পয়েন্ট।
আগের ম্যাচেও সেমির টিকিট পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই শেষ চারে পৌঁছাতো জ্যোতি-রুমানারা। লঙ্কানদের হারাতে ৪২ বলে ৪১ রান করতে হতো (ডিএল মেথডে)। এই রানটাও নিতে পারেনি টাইগ্রেসরা। ৭ উইকেট ৩৭ রানে থামেন জ্যোতিরা।
এমআই