ইসাহাক আলী, নাটোর: ১১ অক্টোবর-
সারাদেশের মতো নাটোরের এক যোগে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কোভিড ১৯ এর ভ্যাকসিন কার্যক্রম।
সকালে সদর উপজেলার দিঘাপতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য কর্মকর্তারা।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন , এই কার্যক্রমে যাতে ভীতি না ছড়ায় সেজন্য প্রশিক্ষিতদের দিয়ে জেলায় শতভাগ সাফল্য অর্জন হবে বলে আশা করেন তিনি।
এদিকে করোনা ভ্যাকসিন পেয়ে আনন্দ প্রকাশ করেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা সিভিল সার্জন ডা. রোজি আরা হক জানান , জেলায় ৫ থেকে ১১ বছরের ২ লাখ ২৯ হাজার ৫৫১ জন শিশুকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথমদিনে নাটোর পৌরসভা, সদর উপজেলার ৩ টা ইউনিয়ন সহ অন্যান্য সকল উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে । আগামী ১৩ দিন জেলার ৫২ টি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়সহ সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে।
এমআই