স্পোর্টস ডেস্ক : আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই আঙুলে ব্যথা পান সময়ের সেরা অলরাউন্ডার বেন স্টোকস।
যে কারণে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দেখা যায়নি তাকে। এবার জানা গেল, এবারের আইপিএলে আর দেখা যাবে না তাকে।
শুধু আইপিএল-ই নয়, আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটিও খেলতে পারবেন না তিনি।
কারণ, আঙুল ভেঙে-ই গেছে স্টোকসের। যে কারণে ১২ সপ্তাহ তথা তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে।
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টোকসের আঙুলের এক্স-রে ও সিটি স্ক্যান করানোর পর জানা গেছে, ইনজুরির মাত্রা গুরুতর। অস্ত্রোপচার ছাড়া এই ইনজুরি সেরে ওঠা সম্ভব নয়। আগামী ১৯ এপ্রিল লিডসে হবে তার আঙুলের অপারেশন। এর পর পুর্নবাসন প্রক্রিয়ায় চোট সারতে লেগে যাবে কমপক্ষে তিন সপ্তাহ। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং পাকিস্তান ও শ্রীলংকা বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না স্টোকসের।
অর্থাৎ স্টোকসের আইপিএল শেষ এবারের জন্য। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটের নতুন ফরম্যাট ক্রিকেট দ্য হান্ড্রেড অথবা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন এ পেস বোলিং অলরাউন্ডার।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সময় জার্নাল/আরইউ