মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর এলাকার জালালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দূর্যোগ কালীন সময়ে করণীয় নিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণ দেন হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।
এসময় দূর্যোগ কালীন সময়ে বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে কিভাবে মোকাবেলা করে নিজেদের নিরাপদ রাখা যায় এবিষয়ে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়।
এসময় হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হিলি স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
সময় জার্নাল/এলআর