শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

হিলিতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
হিলিতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর এলাকার জালালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দূর্যোগ কালীন সময়ে করণীয় নিয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণ দেন হিলি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।

এসময় দূর্যোগ কালীন সময়ে বিশেষ করে ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সাথে কিভাবে মোকাবেলা করে নিজেদের নিরাপদ রাখা যায় এবিষয়ে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে শিখিয়ে দেয়া হয়।
 
এসময় হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হিলি স্টেশন ইনচার্জ মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল