এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে যথাযোগ্য ভাবে ও বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বন্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ ইমদাদুল হক, ফরিদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক আবু নাসের মোঃ বাবুল, ডি ডি এল জি ফরিদপুর এর আসলাম মোল্লা, সদর উপজেলা
চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা ।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তসলিমার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিচালক জিয়াউল হক, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, এনজিও সংস্থা এসডিসির কর্মকর্তা কাজী আশরাফুল হোসেন , নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান আহমেদ মোস্তাক, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সেলিনা ইয়াসমিন ইভা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ বাবুল।
এ সময় বক্তারা দুর্যোগের ঝুকি হ্রাস ও ক্ষয়ক্ষতি প্রশমনে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সময় জার্নাল/এলআর