জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের লাইটার জাহাজডুবির ঘটনায় আরো দু’জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে কর্ণফুলিতে পৃথক দুর্ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া ফিশিং জাহাজটি ৬০ ঘণ্টা পর উদ্ধারকারী নৌযানের সহায়তায় শুক্রবার মধ্যরাতে টেনে নদীর তীরে সরিয়ে নেয়া হয়। পরে জাহাজের ইঞ্জিনরুম থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়।
গত বুধবার বিকেল ৩টায় বহির্নোঙরে একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় ‘এমভি সুলতান সানজা’। এতে জাহাজটিতে ছয়জন নাবিক-শ্রমিক নিখোঁজ হন।
এদিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাটসংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সময় জার্নাল/এলআর