ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদের নির্বাচনী সামগ্রি কেন্দ্রে পাঠানো হয়েছে। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএম মেশিনসহ অন্যান্য সামগ্রি পাঠানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক জানান, নাটোর জেলা পরিষদ নির্বাচন ইভিএমএর মাধ্যমে জেলার ৭টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮০৬ জন ভোটার ভোট প্রদান করবেন ।
এ উপলক্ষে আজ দুপুরে জেলার ৭টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ইভিএম সহ নির্বাচনী উপকরণ প্রদান করা হয় । নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোটকেন্দ্র গুলো পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে । নাটোরে এবার চেয়ারম্যান বর্তমান প্রশাসক ও প্রবীন আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খানের সাথে প্রতিদ্বন্দিতা করছেন জাপা নেতা ও সাবেক অতিরিক্ত সচিব নুরুন্নবী মৃধা।
এছাড়া সংরক্ষিত ২ টি নারী ওয়ার্ডে ১২ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সময় জার্নাল/এলআর