অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এর উদ্যোগে ১ম বিতর্ক কর্মশালা ও আন্তঃব্যাচ প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে জেএনইউডিএস এর সভাপতি মো. সাঈদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন।
'এই সংসদ মনেকরে, এই রাষ্ট্র পরিচালিত হবে বিজ্ঞানীদের দ্বারা' বিষয়ের উপর কেন্দ্র করে সরকারি ও বিরোধী দল তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিতর্ক শেষে বিচারকমণ্ডলী বিচারে বিরোধী দল (অপ্রতিরোধ্য-১৪) জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে অন্যদিকে ফাইনাল নিশ্চিত করেছে 'মেঘনা-১৬'।
বিতর্ক শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ বিতার্কিক বিনির্মাণ ও বিতর্কের নানা দিক তুলে ধরে বলেন,'বিতার্কিকরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতা, চতুরতার মাধ্যমে সরকারী, বেসরকারি দেশের সকল কাজে অবদান রাখে, তারা জীবনে কখনো থেমে থাকে না। মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।'
প্রতিযোগিতা এবং কর্মশালা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সময় জার্নাল/এলআর