জেলা প্রতিনিধি:
যান্ত্রিক ত্রুটির কারণে গাইবান্ধা জেলা পরিষদের ভোট শুরু হয়েছে নির্ধারিত সময়ে ২৫ মিনিট পরে। জেলা প্রশাসক অলিউর রহমান এসে যান্ত্রিক ত্রুটি নিয়ন্ত্রণে আনলে ভোট গ্রহণ শুরু হয়। গাইবান্ধা আসাদুজ্জামান কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন গিদারী ইউপি চেয়ারমান হারুনুর রশিদ ইদু। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গাইবান্ধা আসাদুজ্জামান কেন্দ্রে ভোট দিতে বিলম্ব হচ্ছে বলে ভোটাররা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গাইবান্ধা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি সহ ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এসব কেন্দ্রে ১১শ ২৪ জন ভোটার আজ বেলা ২টা পর্যন্ত তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছে। ইভিএমে ভোট প্রদান ছাড়াও কেন্দ্রের চারদিকে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসক মো: অলিউর রহমান জানান, ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, আনসার নিয়োজিত রয়েছে।
এমআই