মো. মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ : করোনা প্রতিরোধে দেশেজুড়ে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এই লকডাউনে বাইরে মানুষের সমাগম কমাতে ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের চলছে কঠোর নজরদারী।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের সদরসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলায় লকডাউনের প্রথম তিন দিনে ভ্রাম্যমাণ আদালত ৩১৩ টি মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে। গত শুক্রবার(১৬ এপ্রিল) রাত পর্যন্ত ময়মনসিংহ মহানগরীসহ ১৩ উপজেলায় এসব মামলা ও জরিমানা করা হয় বলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান।
জেলা প্রশাসক আরও বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই ৩১৩ মামলায় ৩ লাখ ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বলেন,
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন ৬ টি এবং ১৩ উপজেলায় ১৩ টি টিম কাজ করছে। করোনা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রথমদিন (১৪ এপ্রিল) ১৪০ টি মামলায় ৮৭ হাজার ৩০০ টাকা, দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) ১১৮ টি মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা, তৃতীয়
দিন শুক্রবার রাত পর্যন্ত (১৬ এপ্রিল) ৫৫ টি মামলায় ৪৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সময় জার্নাল/এমআই