চট্টগ্রাম প্রতিনিধি:
মালয়েশিয়ার সমুদ্রবন্দর পেনাংয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে যাওয়া একটি খালি কনটেইনারের ভেতর থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তবে সেই মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
জানা যায়, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে গত ৬ অক্টোবর ‘সোয়াসদি আটলান্টিক’ জাহাজে করে খালি কনটেইনারটি ৯ অক্টোবর পেনাং বন্দরে পৌঁছেপেনাং বন্দর থেকে খালি কনটেইনারটি ১০ অক্টোবর বের করার সময় গন্ধ বেরোলে সন্দেহ হয়। এরপর কনটেইনারটি খুলে পেনাং বন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তির গলিত মরদেহ পায়। এরপর মালয়েশিয়ার পুলিশ এসে মরদেহটি তদন্তের জন্য নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, জাহাজটি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটির-৫ নম্বরে ভিড়েছে গত ৩ অক্টোবর। এরপর রপ্তানি পণ্য বোঝাই করে জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দেয় ৬ অক্টোবর। ৯ অক্টোবর নাগাদ সেটি সরাসরি পেনাং বন্দরে পৌঁছে। সেখানে কনটেইনার নামিয়ে জাহাজটি সিঙ্গাপুর হয়ে চীনের সাংহাই ও নিমবো বন্দরে চলে যায়।
এদিকে লাশ উদ্ধারের এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, বিষয়টি আপনাদের মতো আমরাও শুনেছি। কিন্তু সেটা যে এখান থেকে গেছে সেটি নিশ্চিত হতে পারিনি। আর পেনাং বন্দর থেকে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এমআই