মো. মোস্তাফিজুর রহমান রিপন, জেলা প্রতিনিধি (ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের ২০ (বিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। আটককৃতরা হলেন, উপজেলার মগড় ইউনিয়নের রবিউল খান(২৫), দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকার মো. মিজান(৩৫) ও মো. সুরুজ খন্দকার(২৪)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকার আরোপিত মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন তাৎপর রয়েছে ।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১২তম দিনে তিনজন জেলেকে আটক করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত ৫ জেলেকে কারাদন্ড প্রদান করা হলো। অভিযানে ২৮,৩০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে যার আনুমানিক বাজারমুল্য ৫লক্ষ ৬৬ হাজার টাকা।
এসময় জেলেদের কাছ থেকে ৩১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে যেগুলা উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেণ, উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বেশিরভাগই বিতরণ করা হয়েছে বাকিগুলো দু'একদিনের মধ্যেই বিতরণ করে বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে।
সময় জার্নাল/এলআর