মাইদুল ইসলাম:
দেশে বাড়ছে জনসংখ্যা, সেই সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে বেকারত্ব। যা আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য মোটেও সুখকর নয়। তবে আশার কথা হলো এই বেকারত্ব দূর করতে ঝুঁকছেন উদ্যোক্তা পেশায়। উদ্যোক্তা হয়ে তৈরি করছেন কর্মসংস্থান। তেমনই একজন তরুণ নাসির উদ্দিন তিতুমীর। যিনি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে হয়েছেন উদ্যোক্তা।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী এই তরুণ জানায়, এক কথায় বলতে গেলে স্বাধীন পেশা, বর্তমানে আমাদের দেশে চাকরি বাজারের বেহাল অবস্থা, সেখানে উদ্যোক্তা হলে নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং এছাড়াও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চাকরির পিছনে না দৌড়িয়ে উদ্যোক্তা হওয়ার জন্য এসকল কারণেরই বেঁছে নিয়েছেন উদ্যোক্তা পথ।
ছাত্র অবস্থায়ই এই উদ্যোগ গ্রহন করেছেন নাসির। এ বিষয়ে তিনি বলেন, ক্যারিয়ারের পাশাপাশি ভবিষ্যতে কি করতে হবে তা নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। সে চিন্তাধারা থেকে আমি কাজ করে যাচ্ছি। আসলে চাকরি মানে কারো কাছে বন্দী থাকা ,আমি যদি নিজে কিছু করি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থাকে বা আমার কোম্পানি থাকে তাহলে আমি আমার পাশাপাশি আরো কিছু মানুষের কর্মসংস্থান করতে পারব এ চিন্তাধারাগুলো আমাদের সবার মাঝে থাকা উচিত।
উদ্যোগ ও পড়ালেখা একসাথে চালিয়ে যাচ্ছেন এই তরুণ। তিনি জানান, কাজের কারণে আমার পড়ার ক্ষতি হয় না ,আমি যদি চেষ্টা করি ব্যবসা এবং পড়াশোনা একসাথে করা সম্ভব, শুধু আমার চেষ্টা থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে।
এই তরুণ মূলত কাজ করছেন গিফট আইটেম ,শোপিস প্রডাক্ট, আর্টিফিশিয়াল ফুল, মুলত প্রোডাক্ট হল যেগুলো মানুষ উপহার প্রদান করে, ঘর সাজানো এবং ঘরের সৌন্দর্য বর্ধনে ব্যবহার করে। তার কোম্পানির নাম হচ্ছে টিভেনডার (Tvender)।
উদ্যোক্তা হওয়ার পেছেনে তার মা বাবার দোয়া ও সাহস এবং সব সময় অনুপ্রেরণা ছিল। পাশাপাশি তার উদ্যোক্তা হওয়ার পেছনে আর ও একজন মানুষের সাহস অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করেছে বলে জানান নাসির উদ্দিন তিতুমীর। এই তরুণ উদ্যোক্তা বলেন, তিনি হচ্ছেন ইকবাল বাহার জাহিদ স্যার যিনি আমার মেন্টর।
এমআই