ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১০ম ব্যাচের সাবেক শিক্ষার্থী কোহিনুর বেগম (কহিনুর) ও তার তিন মাসের শিশুকন্যা রিসাদা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দোয়েল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোলাম রব্বানী সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন কোহিনুর বেগম ও তার মেয়ে রিসাদা। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
গোলাম রব্বানী গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআই