নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সারা দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এ পর্যন্ত ১১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন মানুষ। এর মধ্যে পুরুষ সাত লাখ ৮০ হাজার ৭৫৯ এবং নারী তিন লাখ ৭১ হাজার আটজন। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৯৯ হাজার ৪২ জন। এর মধ্যে ৩৫ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৭১ লাখ চার হাজার ৫৬৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই লাখ ২১ হাজার ৬১৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩০৩ এবং নারী ৭৮ হাজার ৩১৩ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৬৬৬ এবং নারী চার হাজার ৪৯১ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
সময় জার্নাল/আরইউ