ছেলের সিএনজিচালিত অটোরিকশায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা ও তার নাতনি নিহত হয়েছেন। দুর্ঘনায় তার ছেলে ও আরেক নাতনি আহত হয়েছেন।
সোমবার সকালে রাজধানীর মিরপুর রূপনগর বেড়িবাঁধে পাম্প হাউজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালমা বেগম (৬০) ও তার নাতনি রিন্তা (১২)। আহত দুজন হলেন- নিহত বৃদ্ধার ছেলে অটোচালক সালেক (৩২) ও আরেক নাতনি রিমা (১০)।
রিন্তা ও রিমা দুবোন। কয়েক বছর আগে তাদের মা মারা যায়। এরপর থেকে তারা নানির কাছেই থাকত।
আজ ভোরে সালমা বেগম তার দুই নাতনিকে নিয়ে আশুলিয়ায় আরেক মেয়ে শিউলির বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
শিউলি বেগম বলেন, আমার মা আদাবর বালুরমাঠ এলাকায় থাকতেন। সোমবার ভোরে দুই নাতনিকে নিয়ে ভাইয়ের অটোতে করে আশুলিয়ায় আমার বাসায় আসছিলেন। পথে মিরপুর রূপনগর বেড়িবাঁধে তারা সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে ভাগনি রিন্তা মারা যায়। এরপর মাকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।
দুর্ঘটনায় আহত ভাই সালেক ও অন্য ভাগনি রিমা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান শিউলি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত বৃদ্ধার লাশ মর্গে রয়েছে।
সময় জার্নাল/