মো. মোস্তাফিজুর রহমান খান
বিজনেস ম্যানেজার আপনার ফেসবুক পেজ এবং একাধিক অ্যাড অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য একটি টুলস।
ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে আপনি যা করতে পারবেন :
• আপনার ফেসবুক পেজ এবং অ্যাড অ্যাকাউন্টগুলােতে অ্যাক্সেস পরিচালনা করতে পারবেন আপনার পেজ এবং অ্যাড অ্যাকাউন্টগুলােতে কাদের অ্যাক্সেস রয়েছে তা দেখতে পারবেন এবং তাদের অ্যাক্সেস ডিলিট বা পরিবর্তন করতে পারবেন।
• আপনি এজেন্সির সাথেও কাজ করতে পারেন—আপনি এজেন্সিগুলাের সাথে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটিও ভাগ করতে পারেন যাতে তারা আপনাকে আপনার বিজ্ঞাপনগুলাে পরিচালনা করতে সহায়তা করতে পারে।
• আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে আপনি এক বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট এবং একাধিক ইউজার রাখতে পারবেন।
বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হলে। আপনাকে business.facebook.com-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনার Business Manager Create হয়ে গেলে Business setting-এ গিয়ে আপনার Account Setting করতে হবে।
দ্রুত ওভারভিউ করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজারে দুটি রােল আছে :
১. অ্যাডমিন।
২. এমপ্লয়ি।
ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলাের জন্য আলাদা আলাদা রােল রয়েছে যা আপনি বিজনেস ম্যানেজার থেকেও ম্যানেজ ও এডিট করতে পারবেন। একটি অ্যাড বা ক্যাম্পেইন তৈরি করার জন্য আপনার বিজনেস ম্যানেজারে কমপক্ষে একটি ফেসবুক পেজ অ্যাড করতে হবে।
আপনার বিজনেস ম্যানেজারে একটি ফেসবুক পেজ যুক্ত করুন :
• বিজনেস ম্যানেজার সেটিংসে যান।
• বাম দিকের অপশনে গিয়ে পেজে ক্লিক করুন।
• পেজ কলামে, অ্যাড পেজ’-এ ক্লিক করুন।
• ৩টি বিকল্পের মধ্যে একটি সিলেক্ট করুন : ক্লেম এ পেজ’, ‘রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ’ বা ‘একটি নতুন পেজ তৈরি করুন।
• আপনি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লেম এ পেজ চয়েস করেন, সেখানে ফেসবুক পেজের নাম বা URL লিখুন।
আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট যুক্ত করুন :
• বিজনেস ম্যানেজার সেটিংয়ে যান।
• বাম দিকের অপশনে গিয়ে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করুন।
• অ্যাড অ্যাকাউন্ট কলামে, ক্লিক অন ব্লু ‘অ্যাড অ্যাকাউন্ট'।
• ‘ক্লেইম অ্যান্ড অ্যাকাউন্ট’, ‘রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট অথবা ‘ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট'—এই তিন বিকল্পের একটা চয়েস করুন।
• আপনি যদি রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লেইম অ্যান অ্যাকাউন্ট চয়েস করেন তাহলে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা দিন।
আপনি বিজ্ঞাপন শুরু করার আগে, ফেসবুকের অ্যাডিশনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এবং কার্ডের ডাটা দিতে হবে অ্যাড শুরু করার জন্য পেমেন্ট মেথড হিসেবে।
কীভাবে বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন?
পেমেন্ট মেথড সেটিংআপ করা ছাড়া আপনি আপনার প্রথম অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করতে পারবেন না। আপনি একবার আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করার পরে, যতক্ষণ না আপনি আপনার পেমেন্ট মেথড পরিবর্তন করবেন অথবা নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা আর করতে পারবেন না।
অ্যাড অ্যাকাউন্ট সেটিংস নেভিগেট এবং সেটআপ করুন :
বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার কোম্পানি নাম, অ্যাড্রেস এবং অন্য রিলেভ্যান্ট ইনফরমেশন দিয়ে ব্লাংক অপশন পূরণ করুন।