স্পোর্টস ডেস্ক:
আজ দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে দু'দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। পার্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টায়।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। বিপরীতে শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন। দু’চ্যাম্পিয়নের লড়াই দেখতে তাই আগ্রহের শেষ নেই সমর্থকদের মাঝে। নিঃসন্দেহে উত্তেজনাময় একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
এর আগে সুপার টুয়েলভ পর্বে একটি করে ম্যাচ খেলেছে দু’দলই। নিজেদের প্রথম ম্যাচে তারা ভিন্ন ভিন্ন স্বাদ পায়। বিশ্বকাপের স্বাগতিক পরাক্রমশালী অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে হেরে যায়।
বিপরীতে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিশাল জয় পায়। ফলে আজকের ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত হয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা তো রক্তের ঘ্রাণ পাওয়া সিংহ।
এদিকে এখন পর্যন্ত দু’দল ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে ১৫ জয় অস্ট্রেলিয়ার, ১০টি জয় শ্রীলঙ্কার। তবে তাদের সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয় পায়। যদিও সিরিজটা জিতে নেয় অস্ট্রেলিয়াই।
সময় জার্নাল/এলআর