দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি :
কমলছড়িস্হ স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন। ২৫ অক্টোবর মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
এসময় ইউএনও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক, উপজেলা প্রশাসনের পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করা হবে।"
প্রতিবন্ধী সংগঠনের সভাপতি অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও কমলছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল চাকমা, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃনা চাকমা প্রমুখ।
এমআই