রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ের কবি ও সাহিত্যকদের নিয়ে দুইদিন ব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন এমপি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।
সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ অক্টোবর) দুইদিন ব্যাপী জেলা শহরের কলেজমোড়স্থ শেখ রাসেল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব মো: মোখলেছুর রহমান আকন্দ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলীসহ বিশিষ্টজনরা।
সাংস্কৃতিক বিয়ষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতা জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। দুইদিন ব্যাপী জেলার সাহিত্যিক ও কবিদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের ভাওয়াইয়া ও কুশান গান পরিবেশন করা হয়।
এমআই