মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপা পড়ে আমেনা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী এলাকায় গাছ পড়ে আমেনা খাতুনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির পাশে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন স্বজনরা।
এমআই