ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি,
নাটোরের শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে গত রাতে হয়ে গেলো স্থানীয় সাহিত্যিক, কবি, লেখক ও সংস্কৃতি কর্মিদের নিয়ে সাহিত্য সম্মেলন।
জেলা প্রশাসন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি কবিতা আড্ডা আর বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলনটি। কেউ করেন আবৃত্তি আবার কেউ পাঠ করেন স্বরচিত গল্প, কবিতা । এছাড়া সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনাও করেন সাহিত্য বোদ্ধারা।
আবৃত্তি করেন শিক্ষাবিদ অলোক মৈত্র, গণেশ পাল, অমল বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও আবুল আসিফ মার্শালসহ অন্যরা।
এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন আগতরা।
সময় জার্নাল/এলআর