নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আনোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মো আয়জুল ইসলামের ছেলে।
সময় জার্নাল/এলআর