সময় জার্নাল ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব মো. লোকমান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্যা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপসচিব লোকমান আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন।
এতে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময়কালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
সময় জার্নাল/এমআই