ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর মঙ্গলবার সকাল নয়টার দিকে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদে বাংলাদেশ সেনাবাহিনী গৌরব ইঞ্জিনিয়ার এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২২ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাস অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এসবিপি ওএসপি এনডিইউ পিএসসি অধিনায়ক সম্মেলনে আগত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে মেজর জেনারেল এস এম কামরুল হাসান এনডিসি এইচডি এম সি পিএসসি ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসি, ইঞ্জিনিয়ার ইন চিফ অফ বাংলাদেশ সেনাবাহিনী মোঃ খালেদ আল মামুন পিবিজিএম এনডিসি, এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান এনডিসি পিএসসি, কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংস সহ কোরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সেনা প্রধান তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর"ফোর্সেস গোল -২০৩০" বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন।
সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর