নিজস্ব প্রদিনিধি:
ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় দম্পতি নিহত হয়েছেন। দু’জনেই পোশাক শ্রমিক ছিলেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল হোসেন (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৫) গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ধামরাইয়ের শোলধন গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে ইসরাফিল হোসেন ও তার স্ত্রী স্বপনা আক্তার প্রতিদিনের মতো বুধবার সকালে কর্মস্থলে রওনা দেন।
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইলের পশ্চিম পাশে পৌঁছানোর পরই ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ও স্বামী নিহত হন।
নিহত ইসরাফিল হোসেন কারখানাটির সুপারভাইজার এবং তার স্ত্রী স্বপ্না আক্তার একই কারখানার শ্রমিক ছিলেন। ইসলাফিল হোসেন শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা ও গোলড়া হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
গোলড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সময় জার্নাল/এলআর