শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

হিমাদ্রী হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল, দুজনকে খালাস

বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
হিমাদ্রী হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল, দুজনকে খালাস

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে এ লেভেল শিক্ষার্থী হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে দণ্ডপাওয়া অপর ২ আসামিকে খালাস দিয়েছেন। 

আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স (ট্রায়াল কোর্টের নথি) এবং নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিদের আপিল শুনানি শেষে এই রায় দেন।

মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা আসামিরা হলেন- জাহেদুল ইসলাম শাওন, মাহবুব আলী খান ড্যানি ও জুনায়েদ আহমেদ রিয়াদ। বেকসুর খালাস পেয়েছেন শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজু।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ২৭ এপ্রিল হিমুকে নির্মমভাবে মারধর করা হয়, তার পেছনে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং বন্দর নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ৪ তলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ২০১২ সালের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমাদ্রি।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৬ সালের ১৪ আগস্ট চট্টগ্রামের একটি আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড দেন।হিমু চট্টগ্রামের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল