জেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া দরবার শরিফে আয়োজিত ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) নাম ঠিকানা জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানা পুলিশ জানায়, হাচান উদ্দিনের (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে উপজেলার মোকামিয়া ফাজিল মাদরাসা ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে তিন কিশোর সেখান থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তারা তিনজন রাস্তার পাশে পড়ে যায়।
এতে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এমআই