এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু সমাবেশ ও গনসংযোগ করেছেন।
পরে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সদরদি বাজার সহ এলাকায় সমাবেশ ও গনসংযোগ করে।
সমাবেশ ও গনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ঈমান আলী খানের সভাপতিত্বে সমাবেশে ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি রউফউন্নবী, শহর বিএনপির সাবেক সভাপতি এমটি আক্তার টুটুল , জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া সহ বিএনপি, যুবদল ও জাসাসের নেতৃবৃন্দ।
এমআই