সেলিম আহমদ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার বেলা ১১ টায় শহরের ওয়েজখালী এলাকায় পুলিশ লাইনস এ কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি বলেন, জেলা সফর হিসেবে এটাই আমার প্রথম সফর। আমি এ এলাকার সন্তান। এখানকার মাটির সাথে,পানির সাথে আমার বেড়ে উঠা। মনে হয় নিজের মায়ের কাছে এসেছি এটা অন্যরকম অনুভুতি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে আমার উপর আস্থা রেখে দায়িত্ব অর্পন করার জন্য। আমি যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। জঙ্গী, সন্ত্রাসের বিরুদ্বে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে দায়িত্ব পালন করছি। সবার সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার ফলে জঙ্গী, সন্ত্রাসবাদ মোকাবেলায় ঈর্ষন্বীয় সাফল্য অর্জন করতে পেরেছি।
ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।
এমআই