এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের প্রাক্তন বাবুর্চির বিরুদ্ধে হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইনস্টিটিউটের কর্মরত মালী মোঃ মহিদুল ইসলাম হিরো। এসময় ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পদের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ মহিদুল ইসলাম হিরো বলেন, মহিলা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের প্রাক্তন বাবুর্চি শাহিনুর বেগম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে খারাপ আচারণ ও এক শিক্ষার্থীকে মারধরসহ খাবার চুরি এবং নানা কর্মকান্ডের কারনে চাকুরীচুত হন।
এ কারনে ক্ষিপ্ত হয়ে শাহিনুর বেগম আমার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ড. মোখলেছুর রহমান সাথে আমার স্ত্রীর সম্পর্কের মিথ্যা ও কাল্পনিক সর্ম্পকের কথা বলে মিথ্যা অভিযোগ করছে। যার কোন ভিত্তি নেই। এছাড়া পোল্ট্রিকর্মী, সহকারি বাবুর্চীসহ শিক্ষার্থীদের সাথে আমাদের স্যারের সম্পর্কের মিথ্যা ও ভিত্তিহিন অভিযোগ করছেন। যে কারনে আমিসহ আমাদের এই প্রতিষ্ঠানের সকলে রীতিমত অবাক হয়েছি।
আমিসহ আমাদের প্রতিষ্ঠানের অনেকে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চাকুরী করে আসছি কখনও আমরা স্যারের কাছ থেকে কোন ধরনের অসাদাচারন পাইনি। সেখানে নানা অনিয়মে চাকুরীচুত একজন প্রাক্তন কর্মচারীর এমন অভিযোগ আমাদের হতবাক করেছে। মূলত চাকুরী ফিরে পাবার আশায় শাহিনুর বেগম কোন কু-চক্রি মহলের প্ররচনায় এমন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। যা সম্পূর্ণ মিথ্যা।
এ সময় মহিদুল ইসলাম হিরো প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে শাহিনুর বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সময় জার্নাল/এলআর