কোচ ক্রিস্টিয়ান গ্রসসহ ক্রীড়া বিভাগের দায়িত্বে থাকা প্রয় সব শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছে বুন্দেসলিগার ক্লাব শালকে। খেলোয়াড়দের কথিত বিদ্রোহের জেরে ১৬তম লিগ হারের পর এখন গভীর সংকটে পড়ে গেছে ক্লাবটি।
শনিবার স্টুটগার্টের কাছে ৫-১ গোলে পরাজিত হবার পর আজ শালকের সভাপতি জেন্স বুচতা এক বিবৃতিতে বলেন, 'নগর প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের কাছে এমন হারের পর এই সিদ্ধান্ত নেয়া ছাড়া কোন উপায় ছিল না। মৌসুমের শেষ কোয়ার্টারে এসে হলেও যথা সম্ভব সফলতা অর্জনের মাধ্যমে আমরা এখন ক্লাব ও সমর্থকদের ভয় দূর করতে চাই।'
------রবিবার কোচ গ্রস, স্পোর্টিং ডিরেক্টর জোচেন ও টিম সমন্বয়ক সাসচা রেইদারকে দায়িত্ব থেকে অব্যহতি দেয় শালকে।
সময় জার্নাল/