অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
‘ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কোন রাজনীতি চলে না, কেউ এটা নিয়ে রাজনৈতিকভাবে ডিভাইডেশন তৈরি করা উচিত না। যদি কেউ করে থাকে তা নিন্দিত ও অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি ’-ফ্রেশ অটো গ্যাস মিনহা মাওয়া ট্রেডিং কোম্পানি লিমিটেড অটো এলপিজি' নামের গ্যাস পাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় যানবাহন ন্যাচারাল গ্যাস কনভারসেশনে রূপান্তর করায় দিনকে দিন গ্যাসের চাহিদা বাড়ছে। রূপান্তরিত যানবাহনের কথা ভেবে দালাল বাজারের মুক্তার হোসেন নামক এক ব্যক্তি ‘ফ্রেশ অটো গ্যাস মিনহা মাওয়া ট্রেডিং এন্ড কোম্পানি লিমিটেড এলপিজি' নামের একটি গ্যাস পাম্পের উদ্বোধন হয়েছে রবিবার দুপুরে।
গ্যাস পাম্প উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন বাহারপাটোয়ারী, মীর শাহ আলম, সৈয়দ মোহাম্মদ গোলাম সারোয়ার, কাজল খান, অপু চৌধুরী, সোহাগ হাওলাদার, অত্র পাম্প পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল হাসনাত রুবেল পাটোয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী।
এসময় সিএনজি চালকদের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর