মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আইডিইবি'র "টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানী” এই প্রতিপাদ্যকে সামনে সারা দেশের ন্যায় দিনাজপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস-২০২২ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর-২০২২) সকালে আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শহরের বুটিবাবুর মোড়স্থ সংগঠনের জেলা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, পূণর্ভবা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,
আইডিইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ মইনুল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, আইডিইবি জেলা শাখার সদস্য
প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন, প্রকৌশলী মোঃ মোতাহার হোসেন, আইডিইবি বোচাগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মামুনুর রশিদ, বাকাছাপ'র সভাপতি মোঃ আরমান হোসেনসহ দিনাজপুর পলিটেকনিট ইনস্টিটিউট, এসআরএ পলিটেকনিক ইন্সটিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা, উত্তরণ ও ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ, দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠা করা হয়।
সময় জার্নাল/এলআর