এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনহীন। কোন তদারকির ব্যবস্থা নেই। দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতির কারন জানতে চাইলে দোকানীরা জানান, লকডাউনের কারনে মাল সরবরাহ কম, মাল বহনকারী ট্রাক আসতে পারছে না লকডাউনে। আর যাও কিছু ট্রাক আসে রাস্তায়-রাস্তায় পুলিশী বাধা ফলে খরচ বেড়েছে ২ গুন।
অপরদিকে চোখে মুখে হতাশা নিয়ে দিন কাটাচ্ছে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের সদস্যরা।
রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক ও শ্রমিকদের নেই তেমন কোন কর্ম বিধায়; অনেকেরই দিন কাটছে অনাহারে।
লকডাউনের প্রথম পর্যায়ে বিভিন্ন শ্রেণীর ব্যক্তি ও পেশাজীবিরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহযোগীতা করেছিল বিধায় লকডাউনের অনুভব কম ছিল।
কিন্তু পরিতাপের বিষয় এবারের লকডাউনে সরকার সহ কোন বেসরকারী বিভিন্ন শ্রেণীর ব্যক্তি ও পেশাজীবিরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহযোগীতা করছে না কেউ।
একাধিক মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের সদস্যরা জানান, লকডাউনে সুবিধাজনক অবস্থানে আছে সরকারী কর্মকর্তা কর্মচারীরা কারন। তারা অফিস করলে ও বেতন আবার অফিস না করলে ও মাস গেলে বেতন বহাল আর আমাদের কাজ বন্ধ বেতন ও বন্ধ। এমতাবস্থায় আমাদের বেচে থাকাই এখন কঠিন । আমরা দ্রুত লকডাউন প্রত্যাহার চাই।
সময় জার্নাল/এমআই