মাহমুদুুল হাসান, কুবি প্রতিনিধি:
বাসে সিট রাখাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে থাপ্পড় দেয়ার অভিযোগ উঠেছে।
গত বুধবার (৯ নভেম্বর) কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা রাত ৮টা ৩০ মিনিটের বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে বাস কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে আসার আগে সিট রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৩ তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও ফাইজা মেহজাবিনের মধ্যে। তর্কাতর্কির এক পর্যায়ে মেহজাবিন জাহাঙ্গীরকে থাপ্পড় মারেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এবং আমার এক ফ্রেন্ড সিট রেখেছিলাম বাসে। হঠাৎ বাসে উঠে আপু আমার ফ্রেন্ডের রাখা সিট উঠিয়ে দেয় এবং নিজে আমার সিটে বসে। তিনি আমার বন্ধুর সিটে ওনার বান্ধবীকে বসান। এ সময় তিনি আমাদের সাথে তুই-তোকারী করেন। আমি তখন বলেছিলাম, অন্যরা তো আপু বাসে সিট রাখে। তখন তিনি আমাকে থাপ্পড় মারেন।’
মারধরের অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেত্রী ফাইজা বলেন, ‘আমি চড় মারিনি। আমাদের নিজেদের মধ্যে ঝামেলা। আমাদের পরিচিত ছোট ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, তর্কাতর্কি হয়েছে। এর বেশি কিছু না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘এ বিষয়ে আমাদের কাউকে অবগত করেনি। অবগত করলে আমরা ব্যবস্থা নিব।’
ফাইজার বিরুদ্ধে বিভিন্ন সময় হলের শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ হাসিনা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘আপু বিভিন্ন সময় আমাকে অপদস্ত করেন। বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। এমনকি গায়ে হাত তুলতেও আসেন। আমাদেরকে হল থেকে বের করে দেয়ারও হুমকি দেন তিনি। আমি খুবই উদ্বিগ্ন। শেখ হাসিনা হলের পদ পাওয়ার পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।’
এই অভিযোগের বিষয়ে কাজী ফাইজা মেহজাবিন বলেন, ‘এটি যদি তারা (হলের আবাসিক শিক্ষার্থী) বলে আমি বলব যে একদিন সবাইকে ডাকি। তারপর সবার কাছ থেকে রিভিউ নেয়া হোক। আর আমি কখনও কাউকে বের হয়ে যেতে বলিনি।’
এমআই