স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচে বিপত্তি ঘটিয়েছে বৃষ্টি। ভারি বর্ষণে সুপার টুয়েলভের তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সবক’টি ম্যাচের ভেন্যুই ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এমসিজিতেই হবে বিশ্বকাপের ফাইনাল। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছিল, ফাইনালের দিন (আজ) বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে আজ সারাদিনে বৃষ্টি হয়নি, সকাল থেকে সূর্য দেখা গিয়েছে। মেলবোর্নের আকাশে মেঘ দেখা গেলেও তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি।
বৃষ্টির কারণে আজ যদি ফাইনাল না হয় তবে সেটি রিজার্ভ ডে’তে গড়াবে। অর্থাৎ, আগামীকাল বিকাল ৩টায় পুনরায় ম্যাচটি আয়োজিত হওয়ার কথা রয়েছে। বিজয়ী নির্ধারণ করতে রিজার্ভ ডে’তেও অতিরিক্ত ২ ঘণ্টা সময় যোগ করেছে আইসিসি।
বৃষ্টির কারণে দুই দল ন্যূনতম ১০ ওভার করে ব্যাটিং করতে না পারলে ম্যাচটি পরিত্যক্ত হবে এবং যৌথভাবে পাকিস্তান ও ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
এমআই