স্পোর্টস ডেস্ক:
ফিরে আসছে ১৯৯২ বিশ্বকাপের কথা। ইংলিশদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি ফেরাবে পাকিস্তান? নাকি বাবর-রিজওয়ানদের হারিয়ে প্রতিশোধ নেবে ইংলিশরা? সব হিসেব শেষ হবে ঘণ্টা খানেকের মধ্যে। তবে আগে ব্যাট করে জুতসই সংগ্রহ পায়নি পাকিস্তান। ১৩৮ রানের টার্গেট দিয়েছে ইংলিশদের।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শান মাসুদ-বাবর আজমের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান।
দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ১ ছক্কায় ১৫ রান নিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। এরপর ডাবল ডিজিট ছুঁতে পারেননি মোহাম্মদ হারিস। ১২ বলে ৮ রান নিয়ে ফেরেন তিনি। ৪৫ রানে দুই উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন বাবর আজম ও শান মাসুদ। বাবর ৩২ রানে ফিরলে ফের বিপদে পড়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন শান মাসুদ।
২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন তিনি। ইফতেখার আহমেদ ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। শেষে শাদাব খান ১৪ বলে ২০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।
ইংল্যান্ডের স্যাম কারেন ৪ ওভারে মাত্র ১২ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান আদিল রশিদ ও ক্রিস জর্ডান।
এমআই