শাহিনুর ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি প্রণোদনার ও পূনর্বাসন কর্মসূচির ২০২২-২০২৩ অর্থবছরে চলতি রবি মৌসুমে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসুচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, পাঠিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর আলম সাদাত।
সময় জার্নাল/এলআর