শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

শনিবার, নভেম্বর ১২, ২০২২
আইইউবি এবং বুয়েটকে হারিয়ে নিটারের রোবট কোয়ার্টার ফাইনালে

মো. রুবায়েত রশীদ, ক্যাম্পাস প্রতিবেদক:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত বিট এরেনা-২০২২ রোবোটিক্স কম্পিটিশনে ১ম বার অংশ গ্রহনে আনপ্রেডিক্টেবল সাফল্যের দেখা পেয়েছে নিটারের সকার রোবট “রোবটবিট-০১”।

বিট এরেনা-২০২২ এর সকার রবোট সেগমেন্টে আইইউবি এর সকার রোবট এবং বুয়েটের সকার রোবটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে নিটার থেকে অংশ নেয়া “রোবটবিট-০১”। 

কোয়ার্টার ফাইনালে হোস্ট নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সকার রোবটের কাছে পরাজিত হয়ে নক আউট পর্ব থেকে বিদায় নেই “রোবটবিট-০১”।

উল্লেখ্য বিট এরেনা-২০২২ এর বিভিন্ন সেগমেন্টে নিটার থেকে মোট ছয়টা রোবট অংশ নেয়। যাদের মধ্যে সকার রোবট সেগমেন্টে “রোবটবিট-০১”, “রোবটবিট আলফা” ও “রোবটবিট ৩৬৯”। রবো রেস এ “রোবটবিট গামা” ও “রোবটবিট বুলেট কার”, বট রেসিং এ “রোবটবিট” অংশগ্রহণ করে।

“রোবটবিট-০১” টীমের অনেকেরই অফলাইন রোবোটিক্স কম্পিটিশনে প্রথম বার এবং কয়েকজনের দ্বিতীয় বার অংশগ্রহণ ছিল।তাই “রোবটবিট-০১” এর এই সাফল্য সকলের কাছে অনুপ্রেরণার।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল