স্পোর্টস ডেস্ক:
২০২২ বিশ্বকাপ মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হলো লিওনেল মেসির। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে শেষ ম্যাচ খেলার পর বাঁ পায়ের জাদুকর পাড়ি দিচ্ছেন কাতারে। বন্ধু অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে সঙ্গী করে আজই দোহায় পৌঁছাবেন মেসি। সেখানে আর্জেন্টিনা স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।
সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, কোচ স্কালোনির অনুশীলন সেশনও রয়েছে আজ। বিশ্বকাপ শুরুর আগে বুধবার আরব আমিরাতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
রোববার লিগ ওয়ানে অঁজেরের বিপক্ষে ৫-০ গোলের জয় কুড়ায় পিএসজি। ম্যাচে কোনো গোল না পেলেও ভালো খেলেছেন মেসি। চলতি মৌসুমে পিএসজির জার্সিতে ১৯ ম্যাচে মেসির ১২ গোল ও ১৪ অ্যাসিস্টই বলে দিচ্ছে কতটা ফর্মে আছেন তিনি।
অন্যদিকে, অ্যাঙ্গেল ডি মারিয়া চোট কাটিয়ে মাঠে ফেরার স্বস্তি পাচ্ছেন আর্জেন্টাইন ভক্তরা। রোববার জুভেন্টাসের হয়ে লাজিওর বিপক্ষে মাঠে নামেন ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস।
ম্যাচে ১ ঘণ্টার মতো খেলেছেন ডি মারিয়া। জুভেন্টাস জিতেছে ৩-০তে।
এমআই