ইসাহাক আলী, নাটোর:
প্রতিনিধিত্ব আদেশ আরপিও এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর মঙ্গলবার বেলা এগারোটার দিকে নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলন আয়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম নাটোর আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিজির ক্লাসটার কো-অর্ডিনেটর শাহিনা লাইজু। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন, হালসা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাবেয়া খাতুন।
এ সময় বক্তব্যে তিনি জানান, নির্বাচন কমিশন থেকে আরপিও সংশোধনের মাধ্যমে ২০২২ সালের মধ্যেই প্রত্যেক দলে ৩৩ শতাংশ নারী কে রাখার ঘোষণা করা হলেও সেই সময় অতিক্রম করতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত কোন দলেই এই নির্দেশনা মানা হয়নি। আগামী ২০২৫ সালের মধ্যেই আরপিও'র সমস্ত নির্দেশনা পুরোপুরি অনুসরণ করার আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলনে।
এমআই