মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোকলেদা খাতুন মিম। এসময় উপজেলা ভাইস চেয়াম্যান শাহিনুর রেজা শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমসাময়ীক বিষয় নিয়ে তাদের নিজ-নিজ উদ্ভাবনী নিয়ে মেলায় প্রদশণ করে। তাদের নিজ-নিজ উদ্ভাবনী প্রদর্শণ করতে পেরে খুশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
এসবের মধ্যে রয়েছে, ডেঙ্গু জ¦রের কারণ ও প্রতিকার, ফোন কল ফায়ার এলার্ম সিস্টেম, পরিকল্পিত নাগরায়ন, অল্প খরচে টিউবওয়েল থেকে পানি উত্তলন, দূষণ মূক্ত পরিবেশ নির্মান সহ মেলায় ২২টি স্টলে তাদের প্রজেক্ট প্রদর্শণ করা হয়।
এমআই