এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আবদুল গফফার শেখের ছেলে রিমন শেখ (১৮) ও সারেং ডাঙ্গী এলাকার ইউনুস মিয়ার ছেলে তামিম মিয়া (১৭)। আহত হীরা (১৯) একই উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় , সদরপুরের মনিকোঠা এলাকায় দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তামিম মিয়া (১৬) ও রিমন শেখ (১৮) ও মো. হীরা (১৯) নামের তিনজন মারাত্মক আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে রিমন ও হীরাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তামিমকে চরভদ্রাসন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। আহত হীরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এমআই