গোলাম আজম খান, কক্সবাজার : করোনা আক্রান্ত হয়ে এবার মৃত্যু হয়েছে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে (ক্যাম্প—২৬) আশ্রয় নেওয়া সুলতান (৬৭) নামে এক বয়োবৃদ্ধ রোহিঙ্গার।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ক্যাম্প নং-২৬ (শালবাগান) এর বি-৬ ব্লকের রোহিঙ্গা সুলতান পেটের টিউমারের চিকিৎসার জন্য প্রায় এক মাস পূর্বে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১ টার দিকে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
সকালে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে রোহিঙ্গা শিবিরে এবং সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৃতদেহ দাফন করা হয়েছে।
সময় জার্নাল/এমআই