ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের দুয়াড়িয়া ইউনিয়ন চত্ত্বরে টিসিবি পণ্য বিক্রির সময় সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে মেম্বারদের সাথে এক আওয়ামীলীগ নেতার হাতাহাতির পর দুপক্ষের কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
শনিবার বিকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সংঘর্ষে অন্তত ৫ আহত হয়েছে। এ সময় মেম্বারের কামড়ে এক আওয়ামীলীগ নেতার ভাতিজার হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দুয়াড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রির সময় সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবলু (৩৫) এর সাথে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা সরদার (৩৫) কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। পরে আরো দু দফা সংঘর্ষ হয়। খবরটি ছড়িয়ে পড়লে বিকালে আবারো চতুর্থ দফা সংঘর্ষ হয়।
এ সময় হাবিবুর রহমানের ভাতিজা সোহেল রানার বাম হাতের একটি আঙ্গুল ইউপি সদস্য রশিদ কামড়ে ধরলে সোহেলের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত সোহেলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েক দফা সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এ সব ঘটনার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সময় জার্নাল/এলআর