এম.পলাশ শরীফ, বাগেরহাট:
কাতার বিশ্বকাপ ২০২২-এর উত্তেজনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া ব্যাক্তিত্ব মো. শাহজাহান আলী (হায়দার)-এর উদ্যোগে শনিবার বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট স্কুল মাঠে এ
খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ২-০ গোলে বিজয়ী হয়। খেলার দ্বিতীয়ার্ধে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে
কিছু সময় খেলা বন্ধ থাকে। খেলাটি পরিচালনা করেন মো. রোকনুজ্জামান উজ্বল, সহকারী সোহেল ফরাজী ও হুমায়ুন
কবীর। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে। ব্রাজিল দলের ম্যানেজার সালমান খান ও আর্জেন্টিনা দলের
ম্যানেজার আসলাম খান নিজ উদ্যোগে সমর্থকদের মাঝে শতাধিক জার্সি বিতরণ করা হয়।
অপরদিকে মোরেলগঞ্জ পৌরসভা ও উপজেলার খাউলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয়দলের পতাকা, ব্যানার, ফেস্টুন দিয়ে ছেয়ে ফেলেছে বিভিন্ন স্থান। উপজেলার খাউলিয়া ইউনিয়নে মনজুরুল ইসলাম রিফাতের নের্তৃত্বে এক বিশাল র্যালি ইউনিয়নের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে। উভয় দলের সমর্থকেরা নিজ দলের জন্য শুভকামনা করে এ বিশ্বকাপ খেলায় পছন্দের দলটি জিতবে বলে আশা করেন।
এমআই